নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের আপ্তসহায়ক কুন্দন সিং আত্মহত্যা করেছেন বলে খবর। সোমাবার নয়াদিল্লির লক্ষী বাই নগরের বাড়িতে রাত ২টো ২৫ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিহারের বাসিন্দা কুন্দনের বয়স ৩০ বছর। স্টেশন হাউজ অফিসার ঋতু রাজ জানিয়েছেন, "কুন্দনের বাড়ির লোক রাত ২টো নাগাদ পুলিসে ফোন করে জানায় যে সে সিলিং ফ্যান থেকে ঝুলে পড়েছে"। কিন্তু, কেন আত্মহত্যা করলেন কুন্দন সিং? পুলিস এ বিষয়ে এখনই কিছু বলতে চাইছে না। তাঁদের দাবি, পূর্ণাঙ্গ তদন্তের পরই এটা বলা সম্ভব। তবে কুন্দনের ঘর থেকে কোনও সুইসাইড নোট খুঁজে পাওয়া যায়নি। ময়না তদন্তের পর কুন্দনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।


পরিবার সূত্রে খবর, রোজকার মতোই সেদিনও অফিস থেকে বাড়ি ফিরে রাতের খাওয়া সারেন কুন্দন। এরপর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন। এরপর হঠাত্ পরিবারের লোক কুন্দনকে ফ্যান থেকে ঝুলতে দেখেন ও তত্ক্ষণাত্ পুলিসে খবর দেওয়া হয়।