ওয়েব ডেস্ক : এবার থেকে থানায় FIR করার ২৪ ঘণ্টার মধ্যে তা ওয়েবসাইটে তুলে দিতে হবে। আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেশের প্রতিটি থানাকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি সি নাগাপ্পানের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশিকা দিয়েছেন। যদিও, এই সময়সীমার ক্ষেত্রে কিছুটা শিথিলতা রাখা হয়েছে দূর্গম রাজ্যগুলির জন্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে কড়া জবাব মোদীর!


তবে এই তালিকায় বাদ রাখা হয়েছে স্পর্শকাতর ও সীমান্তবর্তী সমস্যাগুলিকে। বাদ রাখা হয়েছে ধর্ষণের মত বিষয়গুলিকেও।


বিচারপতিদের ওই ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওয়েবসাইটে এই বিষয়গুলি না জানানোর ফলে অনেক সময়ই অপরাধীরা পাড় পেয়ে যাচ্ছে। তবে, এবার নতুন এই নির্দেশিকার ফলে আর তা হবে না বলেই মনে করা হচ্ছে। আগে ঠিক করা হয়েছিল FIR দায়ের করার পর ৪৮ ঘণ্টার মধ্যে তা ওয়েবসাইটে আপলোড করতে হবে।