নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্ট (The Supreme Court) মঙ্গলবার সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট নিয়ে (Central Vista project)ছাড়পত্র দিয়ে দিল কেন্দ্রীয় সরকারকে। শীর্ষ আদালত সরকারকে এই প্রজেক্ট নিয়ে এগিয়ে যেতে বলল (allowed the government to go ahead with its construction)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

AM Khanwilkar-এর নেতৃত্বে তিন বিচারকের এক বেঞ্চ শীর্ষ আদালতে এ বিষয়ে রায় দিয়েছে। তবে বেঞ্চ এ-ও জানিয়ে দিয়েছে, Central Vista-র তরফে construction work যখন শুরু করা হবে, তখন অবশ্যই heritage conservation committee-র অনুমোদনপত্র (approval)জমা দিতে হবে। 


এই প্রজেক্টের বিপক্ষে অভিযোগ ছিল, বিষয়টিতে স্বচ্ছতার যথেষ্ট অভাব, পরিবেশ সংক্রান্ত জরুরি ছাড়পত্র ছাড়াই এটি করা হচ্ছে, এটি ঐতিহ্যের সংরক্ষণেরও পরিপন্থী (violation of conservation of heritage)। পরিবেশ ও ঐতিহ্যের প্রশ্নে যদিও দুই বিচারপতি দ্বিধাবিভক্ত হয়ে যান। যদিও সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই ছাড়পত্র দিয়েছে দেশের শীর্ষ আদালত।


Also Read: নাবালক সন্তানের সাহচর্য থেকে কোনওভাবেই বঞ্চিত করা যাবে না মা'কে, জানাল আদালত