নিজস্ব প্রতিবেদন: সওয়াল-জবাব যা করার ১৮ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। চূড়ান্ত রায় শোনানোর জন্য হাতে থাকবে ৪ সপ্তাহ। বৃহস্পতিবার আরও এক বার নির্দিষ্ট দিনেই শুনানি নিষ্পত্তি করার কথা বলল সুপ্রিম কোর্ট। চলতি বছরে, ১৭ নভেম্বরে কার্যকাল শেষ হচ্ছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের। তার মধ্যে কয়েক দশক ধরে চলা অযোধ্যা মামলার রায় দিয়ে যেতে চান বলে জানা যাচ্ছে। এ দিন প্রধান বিচারপতি বলেন, শুনানি শেষ হওয়ার পর মাত্র ৪ সপ্তাহের মধ্যে রায় দেওয়া ‘অলৌকিক’ বিষয় হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট করে, ১৮ অক্টোবরের মধ্যে শুনানি শেষ করতে হবে। এর পর আর অতিরিক্ত দিন দেওয়া সম্ভব হবে না। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ২৬ তম শুনানির দিনে সুপ্রিম কোর্ট সব পক্ষের আইনজীবীদের অনুরোধ করেছিল ১৮ অক্টোবরের শুনানি শেষ করার। এ দিন প্রধান বিচারপতি বলেন, প্রয়োজনে ছুটির দিন বা দিনে অতিরিক্ত সময়ে শুনানি করা যেতে পারে।


আরও পড়ুন- সংসার খরচ চালানোর জন্য হাফিজ়কে ব্যাঙ্ক থেকে টাকা তোলার অনুমতি দিল রাষ্ট্রসঙ্ঘ


আজ আদালতে মুসলিম পক্ষের তরফে জানানো হয় শুক্রবারের মধ্যে শেষ করতে পারবে তাদের সওয়াল। এরপর সুপ্রিম কোর্ট হিন্দু পক্ষের আইনজীবীর কাছে জানতে চায় এর জবাব তারা সোম-মঙ্গলবার দিতে পারবে কিনা! ২ অক্টোবর গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে ছুটি। এরপর বৃহস্পতি ও শুক্রবার মুসলিম পক্ষকে নথি জমা দেওয়ার কথা বলা হতে পারে। সুপ্রিম কোর্ট চাইছে আগামী ৪ অক্টোবরের মধ্যে বেশিরভাগ সওয়াল-জবাব শেষ করে নিতে। দশেরা বাদে ১৪ অক্টোবর পর্যন্ত বাকি দিনগুলির মধ্যে সম্পূর্ণ করতে হবে সওয়াল-জবাব। তার পরও পাঁচ দিন হাতে সময় পাওয়া যাবে শুনানি শেষ করার।