নিজস্ব প্রতিবেদন: তপশিলি জাতি-উপজাতি আইন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ চেয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই স্থগিতাদেশ খারিজ করেছে শীর্ষ আদালত। গত ২০ মার্চ তপশিলী জাতি-উপজাতি আইনে গ্রেফতারির নিয়ম শিথিল করে সুপ্রিম কোর্ট। এরপরই দেশজুড়ে বিক্ষোভ নামেন দলিতরা। প্রাণহানির ঘটনাও ঘটে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুপ্রিম কোর্টে কেন্দ্র আর্জি জানায়, আইনে তত্ক্ষণাত্ গ্রেফতারি শিথিল করেছে আদালত।এটা মূল আইনের পরিপন্থী। আদালত তা পরিবর্তন করে করে নতুন কোনও নির্দেশ দিতে পারে না। রায়ে স্থগিতাদেশ দিয়ে তা বৃহত্তর বেঞ্চে পাঠানো হোক।  


স্থগিতাদেশের আর্জি খারিজ করে বিচারপতি আদর্শ গোয়েল ও ললিতের বেঞ্চ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হবে না, তা বলা হয়নি। তপশিলি জাতি-উপজাতি আইনে আগাম জামিনের সংস্থান নেই। সে কারণে নিরীহ ব্যক্তির শাস্তি হতে পারে। সেটা চায় না আদালত। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, 'এফআইআর করা হবে না এমনটা নয়। বরং মামলা দায়েরের আগে নিশ্চিত হওয়া বাঞ্চনীয়।'


আরও পড়ুন- দেশে কোনও প্রান্তেই জিন্নাহর গুণকীর্তন করা যাবে না: যোগী