জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার সুপ্রিম কোর্ট ইন্টারনেট পর্ন দেখার এবং শিশু নির্যাতন সহ অন্যান্য যৌন অপরাধের মধ্যে সরাসরি যোগাযোগের পক্ষে একটি আবেদন গ্রহণ করেনি। ভারতের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত এবং এস. রবীন্দ্র ভাটের একটি বেঞ্চ বলেন, শিশুদের যৌন নির্যাতন নিজেই একটি অপরাধ। পর্নোগ্রাফি দেখা অপরাধের সূত্রপাত করেছে কিনা তা পুলিসের পৃথক মামলার তদন্তে প্রকাশ পাবে। সেই দিকটি প্রতিটি পৃথক মামলার প্রমাণের অংশ হবে। ‘সুপ্রিম কোর্টের কাছ থেকে একটি বিচার বিভাগীয় ঘোষণা চাওয়া যে ইন্টারনেটে পর্ন, শিশু যৌন অপরাধের দিকে পরিচালিত করছে তা অনলাইন নজরদারির দিকে এগিয়ে যাওয়ার সমান হবে’।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আদালত বলেছে যে সরকার যদি প্রয়োজন মনে করে তাহলে ইন্টারনেটে অপরাধমূলক সামগ্রী আপলোড না করার বিষয়টি নিশ্চিত করার জন্য তার কাছে যথেষ্ট উপাদান রয়েছে। আদালতের পক্ষে এটি কাজ করা ‘অনিয়ন্ত্রিত’ হতে পারে।


আবেদনকারির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট নলিন কোহলিকে সম্বোধন করে বেঞ্চ বলে, ‘সুতরাং আপনার চূড়ান্ত লক্ষ্য হল এই ধরনের উপাদান আপলোড করা উচিত নয়... আদালত কি হস্তক্ষেপ করতে পারে? আপনি যা বলছেন তা নজরদারি এবং তথ্য সংগ্রহ হতে পারে...’।


আদালত স্পষ্ট করে বলেছে যে ইন্টারনেটের এই ধরনের নজরদারি কোথায় যেতে পারে, তা নিয়ে তারা চিন্তিত। প্রধান বিচারপতি ললিত পর্যবেক্ষণ করেছেন যে, ‘এটি একটি বাঘ যদি একে আলগা দেওয়া হয়, সমস্যা হল কোন পর্যায়ে আমরা এটিকে নিয়ন্ত্রণ করি... পর্নোগ্রাফি দেখার এবং অপরাধের মধ্যে সংযোগের বিষয়টি ব্যক্তিগত ক্ষেত্রে নির্দিষ্ট’।


আরও পড়ুন: Gyanvapi mosque: জ্ঞানব্যাপী মসজিদ বিতর্কে হিন্দু পক্ষের বড় জয়, পুজো-আচ্চার আবেদন শুনবে আদালত


১৯৯০-এর দশকে মার্কিন সুপ্রিম কোর্ট কীভাবে একটি নির্দিষ্ট শ্রেণীর জন্য ইন্টারনেটকে নিষিদ্ধ করার প্রশ্নের মোকাবিলা করেছিল, যাতে তাদের পর্ন অ্যাক্সেস না দেওয়া হয় তা উল্লেখ করেন বেঞ্চের বিচারপতি এস. রবীন্দ্র ভাট।


বিচারপতি ভাট বলেন, বিচারপতি কেনেডি বলেছিলেন, 'আমরা শূকরকে ভাজতে ঘরে আগুন দিতে পারি না'। কোহলি পিটিশন প্রত্যাহার করে নেন। ইন্টারনেট পর্নোগ্রাফির বিনামূল্যে অ্যাক্সেস এবং শিশু যৌন নির্যাতনের মামলার পাশাপাশি ধর্ষণের মধ্যে যোগাযোগ অধ্যয়নের জন্য ব্যুরো অফ পুলিস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিপিআরডি) এর কাছে একটি নির্দেশনা চেয়েছিলেন।


পিটিশনটি রাজ্য পুলিসের কাছ থেকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য সংগ্রহ করার জন্যও বলেছিল যেগুলি পর্ন এবং যৌন অপরাধের মধ্যে সরাসরি যোগসূত্র প্রকাশ করেছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)