নিজস্ব প্রতিবেদন: উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের জ্যোর্তিলিঙ্গে আর ভাংমিশ্রিত দুধ ঢালতে পারবেন না ভক্তরা। বরং উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গে পরিশ্রুত জল (আর.ও. ওয়াটার) ঢালার অনুমতি দিল সুপ্রিম কোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের জ্যোর্তিলিঙ্গ সংরক্ষণের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট 'জল অভিষেক' পদ্ধতির বদলে সায় দিল এদিন। এখন থেকে শিবলিঙ্গে ৫০০ মিলিলিটার পরিশ্রুত জল ঢালতে পারবেন শিবভক্তরা। সুপ্রিম কোর্ট জানাল, চিনি, দুধ ও দই দিয়ে 'জল অভিষেক' করা যাবে না। 


 



উজ্জয়িনীর বিদ্বাত পরিষদ দাবি করেছিল, দুধে ঘি, চিনি, মধু, দই ও অত্যাধিক ভাং মেশানোর জেরে শিবলিঙ্গের ক্ষতি হচ্ছে। এই মামলায় একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। ওই কমিটিতে ছিলেন পুরাতত্ত্ব সর্বেক্ষণ সংস্থার বিশেষজ্ঞরা। ওই কমিটির রিপোর্ট জানায়, শিবলিঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য শুধুমাত্র ভাং দায়ী নয়। ওই কমিটি গঙ্গাজল ও অন্যান্য আচারের উপরে নিয়ন্ত্রণের প্রস্তাব দেয়। তাদের প্রস্তাব বিবেচনা করে  শীর্ষ আদালতের নির্দেশ দিয়েছে। সেগুলি হল-  


 



- পুণ্যার্থী পিছু শুধুমাত্র ৫০০ মিলিলিটার জল ঢালা যাবে।
- ভষ্ম আরতির সময়ে পরতে হবে সুতির পোশাক।  
- পঞ্চমৃতে নির্দিষ্ট পরিমাণ দুধ ব্যবহার করতে হবে, তাতে চিনি মেশানো যাবে না।
- গর্ভগৃহে ফ্যান বসাতে হবে। 
- জ্যোর্তিলিঙ্গের উপরে ফুল দেওয়া যাবে।
- প্রতিদিন বিকেল পাঁচটার পর গর্ভগৃহ পরিস্কার করতে হবে।
- পাঁচটার পর আর জল ঢালা এবং ফুল দেওয়া যাবে না।


আরও পড়ুন, আধার আইন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার