শুক্রবার জয়ললিতার জামিনের আবেদন শুনানি শীর্ষ আদালতে। দুর্নীতির অপরাধে আপাতত ৪ বছরের সাজাপ্রাপ্ত জয়ললিতা। শীর্ষ আদালতে তাঁর হয়ে মামলা লড়ছেন ফালি নরিম্যান। নিজের অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছেন জয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ৭ অক্টোবর কর্ণাটক আদালত জয়াকে ৪ বছরের সাজা শোনানোর পর ৯ অক্টোবর শীর্ষ আদালতে আবেদন জানান জয়া। তাঁর সঙ্গেই আদেবন জানিয়েছেন অন্য ৩ অপরাধী শশীকলা নটরাজন, ভিকে শুধাকরণ ও জে ইলাভশ্রী। গত ২৭ সেপ্টেম্বর বেঙ্গালুরুর আদালত জয়াকে দোষী সব্যস্ত করে। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রথমবার মুখ্যমন্ত্রী থাকাকালীন জয়ার সম্পত্তির পরিমান নিয়ে আইনি নোটিসের ভিত্তি নেই বলে দাবি করেছেন জয়া।


দোষী সব্যস্ত করে জয়াকে ১০০ কোটি টাকা ও বাকি ৩জনকে ১০ কোটি টাকা জরিমানা ধার্য করেন বিচারপতি মাইকেল জন মাইকেল ডি'কুনহা। ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত ৬৬.৬৫ কোটি টাকার দুর্নীতি নিয়ে এই মামলা।