নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে NEET ও JEE রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আর্জি করেছিল ৬ রাজ্য। আগামিকাল, শুক্রবার মামলাটির শুনানি শীর্ষ আদালতে। গত ১৭ অগাস্ট মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার স্থগিতাদেশ বা বাতিলের আর্জি খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা আবহে নিট ও জেইই স্থগিতাদেশের আর্জি পড়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই আর্জি খারিজ করে আদালত জানিয়েছিল, করোনা হলেও পরীক্ষা থেমে থাকতে পারে না। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৈঠকে বসেন অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বৈঠকের পৌরহিত্য করেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। ওই বৈঠকেই বাংলার মুখ্যমন্ত্রী প্রস্তাব দেন, সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি করা হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জনমতও গড়ে তোলা হবে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। পথে নেমেছে কংগ্রেস ও বামেদের ছাত্র সংগঠনও।


এরপরই রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৬টি রাজ্য- পশ্চিমবঙ্গ, রাজস্থান, ঝাড়খন্ড, পঞ্জাব, মহারাষ্ট্র ও ছত্তীসগঢ়।


আরও পড়ুন- কোভিড-সাফল্য তুলে ধরে PM Modi-র বার্তা, আত্মনির্ভরতার লক্ষ্যের পথে ভারত