নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে আরও চওড়া হল কংগ্রেসের অন্দরের ফাটল। এআইসিসি-র সুপ্রিম কোর্টের আইনি, মানবাধিকার ও তথ্যের অধিকার কমিটি জানাল, জাতীয় স্বার্থে জম্মু-কাশ্মীরকে দুটি ভাগে ভাঙার সিদ্ধান্তকে সমর্থন দিচ্ছে তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুপ্রিম কোর্টে কংগ্রেসের আইনি, মানবাধিকার ও আরটিআই কমিটি বিবৃতি দিয়ে জানিয়েছে, 'জাতীয় স্বার্থে জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি পৃথক এলাকা তৈরির সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করছি। প্রবীণ কংগ্রেস নেতা করন সিংয়ের বক্তব্যের পাশে থাকার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। লিঙ্গ বৈষম্যমূলক ৩৫এ অনুচ্ছেদ রদের সিদ্ধান্তেরও প্রশংসা করা হয়েছে। জম্মু-কাশ্মীর ভাগের সিদ্ধান্তে কমিটির মনে হয়েছে, এতে ওই অঞ্চলে রাজনৈতিক ক্ষমতার বণ্টনে সুবিধা হবে। পশ্চিম পাকিস্তানের উদ্ধাস্তু, তপশিলী জাতি-উপজাতিদের সংরক্ষণ ও আর্থিকভাবে দুর্বলদের সংরক্ষণের দাবিও দীর্ঘদিনের। ৩৭০ অনুচ্ছেদ স্বপ্লকালীন সময়ের জন্য লাগু করা হয়েছিল। ওই অনুচ্ছেদ প্রত্যাহারের ফলে গোটা দেশের সঙ্গে ঐক্যবদ্ধ হবে কাশ্মীর।' 


 



লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ও রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ শুরু থেকে ৩৭০ অনুচ্ছেদ রদের বিরোধিতা করে আসছেন। কিন্তু দলের মধ্যে তৈরি হয়েছে ভাঙন। গতকালই দলের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন জম্মু-কাশ্মীরের মহারাজা হরি সিংয়ের ছেলে করন সিং। কংগ্রেস নেতা বলেছেন, 'কেন্দ্রের সিদ্ধান্তে একাধিক ইতিবাচক দিক রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে লাদাখ। এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত।'



মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা রাহুল গান্ধীর ঘনিষ্ঠ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া খোলাখুলি সমর্থন দিয়েছেন মোদী সরকারকে। টুইটারে সিন্ধিয়া লিখেছেন, ৩৭০ অনুচ্ছেদ বিলোপ নিয়ে আপত্তি নেই। তবে প্রস্তাবটি তাড়াহুড়ো করে আনা হয়েছে। আবার হরিয়ানার কংগ্রেস নেতা দীপেন্দ্র হুদা স্পষ্ট জানিয়েছেন, অস্থায়ীভাবে ৩৭০ অনুচ্ছেদ লাগু করেছিলেন নেহরু। এখন আর তাঁর গুরুত্ব নেই বলে মনে করি। সূত্রের খবর, অনুচ্ছেদ ৩৭০ বিরোধিতায় যেভাবে সুর চড়িয়েছে কংগ্রেস, তা জনমানসে বিরূপ প্রভাব ফেলছে বলে দলকে সতর্ক করেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দীপেন্দ্র হুডা, আরপিএন সিং ও জিতিনপ্রসাদের মতো তরুণ নেতারা।  


আরও পড়ুন- বাস্তব মেনে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করুক পাকিস্তান: বিদেশমন্ত্রক