সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক, অভিযোগ ব্রাজিলের হ্যাকিং টিমের বিরুদ্ধে
![সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক, অভিযোগ ব্রাজিলের হ্যাকিং টিমের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক, অভিযোগ ব্রাজিলের হ্যাকিং টিমের বিরুদ্ধে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_500x286/public/2018/04/19/117833-ljlfjlgljgjlgjllfgjgfgfjfgg.jpg?itok=QRWraRYa)
দিন কয়েক আগেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েব সাইক হ্যাক করে চিনা হ্যাকাররা। সাইটটি হ্যাক হওয়ার পরই স্ক্রিনে একটি চিনা শব্দ ভেসে ওঠে।
নিজস্ব প্রতিবেদন : সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ উঠল ব্রাজিলের একটি হ্যাকিং টিমের বিরুদ্ধে। দিন কয়েক আগেই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট হানা দিয়েছিল চিনা হ্যাকাররা। বৃহস্পতিবার হ্যাকার হানার পর সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় ওয়েবসাইটটি।
এদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইট supremecourtofindia.nic.in-এ হঠাত্ই একটা সবুজ পাতার মতো আইকন ফুটে ওঠে। সেই সঙ্গে পর্তুগিজ ভাষায় লেখা 'hackeado por HighTech Brazil HacTeam'। এরপরই ওয়েবসাইটটি কাজ করা বন্ধ করে দেয়।
দিন কয়েক আগেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েব সাইক হ্যাক করে চিনা হ্যাকাররা। সাইটটি হ্যাক হওয়ার পরই স্ক্রিনে একটি চিনা শব্দ ভেসে ওঠে। শব্দটির ইংরাজি তরজমা করার পর সেটি দাঁড়ায় 'জেন'। চলতি বছরের শুরু দিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইটও হ্যাকার হানার শিকার হয়েছিল।
আরও পড়ুন- রেলকে পথ দেখিয়ে ১০ লক্ষ টাকা পুরস্কার চান? আজই শেষ দিন