নিজস্ব প্রতিবেদন: প্রয়াত কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি। চলতি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ভর্তি ছিলেন দিল্লির এইমসে। বুধবার সাড়ে ৮টা নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। সুরেশ অঙ্গাদির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১১ সেপ্টেম্বর কোভিড পজিটিভ রিপোর্ট আসে সুরেশ অঙ্গাদির। প্রথম দিকে তাঁর কোনও উপসর্গ ছিল না। পরে সুরেশ অঙ্গাদিকে ভর্তি করা হয় দিল্লির এইমসের কোভিড ইউনিটে। সেখানেই মৃত্যু হয় তাঁর। সুরেশ অঙ্গাদির প্রয়াণে টুইট করে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর টুইট,''সুরেশ অঙ্গাদি অতুলনীয় কর্মী ছিলেন। কর্ণাটকে দলকে শক্তিশালী করতে পরিশ্রম করেছেন উনি। দায়বদ্ধ সাংসদ ও দায়িত্বশীল মন্ত্রী ছিলেন। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। এমন শোকের মুহূর্তে পরিবার ও বন্ধুদের জানাই সমবেদনা। ওঁ শান্তি।''



কর্ণাটকের বেলগাভি কেন্দ্রের চারবারের সাংসদ সুরেশ অঙ্গাদি। জন্মেছিলেন বেলগাভির কোপ্পা গ্রামে। জেলার রাজা লখমগৌড়া ল কলেজ থেকে আইনের ডিগ্রি পেয়েছেন সুরেশ অঙ্গাদি।   


করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত নিয়ে এদিন দেশের ৭টি রাজ্যের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলিকে সতর্ক করে তিনি বলেন, 'দেশে ৭০০-রও বেশি জেলা রয়েছে। এর মধ্যে ৬০টি জেলা এখন চিন্তার কারণ। ওইসব জেলাগুলি ৭ রাজ্যের।' 


আরও পড়ুন- ভরসন্ধেয় বাড়ির সামনেই বিজেপি নেতাকে গুলি করে মারল জঙ্গিরা