ওয়েব ডেস্ক: পর পর রেল দুর্ঘটনার দায় নিযে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। বুধবার দুপুরে পর পর পাঁচটি ট্যুইটে সেকথা জানান তিনি। রেল দুর্টনায় নিহত ও আহতদের জন্য তিনি ব্যথিত বলে দাবি করেছেন প্রভু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন প্রভু লেখেন, প্রায় তিন বছর রেলমন্ত্রী হিসাবে আমি মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছি। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে  দশের পর দশক ধরে চলতে থাকা অবহেলার ঘাটতিকে নিয়মমাফিক কাজ করে পূরণের চেষ্টা করেছি। নতুন ভারত গড়তে গেলে রেলকেও আধুনিক করতে হবে। আমি সেই পথেই এগোচ্ছিলাম। পর পর রেল দুর্ঘটনায় যাত্রীদের আঘাত ও মৃত্যুতে আমি ব‍্যথিত। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দুর্ঘটনার নৈতিক দায় নিয়েছি। উনি আমাকে অপেক্ষা করতে বলেছেন।







সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রীকে পদত‍্যাগপত্র পেশ করেন প্রভু। যদিও তা গ্রহণ করেননি প্রধানমন্ত্রী। মুজাফ্ফরনগর রেল দুর্ঘটনার পর থেকে তুমুল চাপে গোটা রেল মন্ত্রক। ইতিমধ্যে গাফিলতির দায়ে সাসপেন্ড করা হয়েছে রেলবোর্ডের এক সদস‍্যকে। পদত‍্যাগ করেছেন রেলবোর্ডের চেয়ারম‍্যান একে মিত্তল।