COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


'প্রথম প্রতিশ্রুতি' ও 'বকুল কথা'। দুটি বইয়েরই লেখিকা সাহিত্যিক আশাপূর্ণা দেবী। তিনি গত হয়েছেন আজ থেকে প্রায় ২১ বছর আগে। ১৯৯৫ সালের ১৩ জুলাই জীবনাবসান হয় লেখিকা আশাপূর্ণা দেবীর। গত বৃহস্পতিবার মহাপ্রয়াণ হয় বাংলার অন্যতম শ্রেষ্ঠ লেখিকা মহাশ্বেতা দেবীর। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন, ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার হাসপাতালেই চিরতরে বিদায় নেন মহাশ্বেতা দেবী। বয়স হয়েছিল ৯০ বছর। 


লেখিকারা মৃত্যুতে শোকজ্ঞাপন করেছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে শোক প্রকাশ করেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজও। আর এখানেই বিদ্রূপের মুখে পড়েন বিদেশমন্ত্রী। আশাপূর্ণা দেবীর লেখা 'প্রথম প্রতিশ্রুতি' ও 'বকুল কথা'- এই দুটি দুটি গ্রন্থের নাম উল্লেখ করে মহাশ্বেতা দেবীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেন তিনি। আর এতেই রে রে কাণ্ড। এই বই দুটির লেখিকা বাংলার অন্যতম খ্যাতনামা লেখিকা আশাপূর্ণা দেবী। 


মন্ত্রী সুষমা শোকবার্তায় আশাপূর্ণা দেবীর সঙ্গে মহাশ্বেতা দেবীকে গুলিয়ে ফেলন। তাঁর এই টুইট দেখে পাল্টা টুইট করেন অনেকেই। মন্ত্রীর 'ছোট্ট ভুল' ধরিয়ে দেন অনেকেই।