নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর নিরাপত্তা বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা কাশ্মীর উপত্যকাকে। এর মধ্যেই নিজেদের উপস্থিতি ফের জানান দিল জঙ্গিরা। শুধু তাই নয়, অপহরণ করে একজনকে হত্যাও করল জঙ্গিরা। ৩৭০ ধারা বিলোপের পর এটাই প্রথম কোনও জঙ্গি হামলা। ঘটনাটি ঘটেছে ত্রালের মানসার ভাইক এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-‘উত্তরসুরী’ হিসাবে ইজাজকে ভারতে JMB-র প্রধান বানানোর প্রস্তাব দিয়েছিল কওসরই!


গত ১৯ অগাস্ট রাতে মানস ভাইক ও লাচিটপ ভাইক থেকে দুজনকে তুলে নিয়ে যায় জঙ্গিরা। এরা গুর্জর সম্প্রদায়ের। একজনের নাম আবদুল কাদির কোহলি এবং অন্যজন মঞ্জুর আহমেদ। সোমবার কাদিরের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায় এলাকার এক জঙ্গলে।



গত ৫ অগাস্ট থেকে রাজ্যে কোনও জঙ্গি তত্পরতা নজরে আসেনি। তবে ২০ অগাস্ট বারামুলায় অনুপ্রবেশের চেষ্টা করে সেনার গুলিতে নিহত হয় এক লস্কর জঙ্গি।


আরও পড়ুন-‘মারামারি করে দলের সম্মান নষ্ট করবেন না’, দলীয় কর্মীদের চরম বার্তা দিলীপ ঘোষের


এদিকে, মঙ্গলবার বারামুলার ডেলিনা চক এলাকায় একটি ট্রাক থেকে হঠাত্ গুলি চালাতে থাকে এক জঙ্গি। তাকে গ্রেফতার করেছে সেনা। তার কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে চম্পট দিয়েছে তার সঙ্গী।