নিজস্ব প্রতিবেদন: ছত্তিসগঢ়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৯ জনের। এক শিশু-সহ ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার সকালে রায়পুর থেকে ৭০ কিলোমিটার দূরে রাজনন্দগাঁওয়ের হাইওয়ে-তে ওই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওভারটেক করতে গিয়ে দনগরগঢ় থেকে আসা একটি বলেরো এসইউভি দুর্ঘটনার কবলে পড়ে। ধাক্কা মারে সামনে থাকা একটি ট্রাককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের।


আরও পড়ুন- কংগ্রেসের হাত ধরার বার্তা কমলের, তবে শর্ত একটাই...


নবরাত্রি উত্সব উপলক্ষে দনগরগঢ়ের বামলেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ফিরছিল ওই পরিবার। পুলিসের প্রাথমিক অনুমান, সমনি গ্রামের কাছে হাইওয়েতে উল্টো দিক থেকে আসা ট্রাককে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাজনন্দগাঁওয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থার অবনতি ঘটলে ভিলাইয়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।


আরও পড়ুন- মদের হোম ডেলিভারি করবে সরকার, বিতর্ক!


পুলিস জানিয়েছে, ঘটনাস্থলে ট্রাক রেখেই চম্পট দেয় চালক। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। রাজনন্দগাঁও-দুর্গের চার লেনের এই হাইওয়ে মুম্বই-কলকাতা জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। নবরাত্রি উপলক্ষে রাজনন্দগাঁও-দুর্গের একটি রাস্তা বন্ধ রাখা হয়। এই সময় প্রতি বছর বামলেশ্বরী মন্দিরে পুজো দিতে ভিড় জমান অসংখ্য দর্শনার্থী।