নিজস্ব প্রতিবেদন: জিডি বিড়লা স্কুলের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এরমধ্যেই একই ধরনের ঘটনা প্রকাশ্যে এল। এবার ঘটনাস্থল পটনার একটি স্কুল। পটনার দানাপুরের বেসরকারি স্কুলের শৌচালয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল ঝাড়ুদারের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- অব্যাহতি দিয়েও প্রিন্সিপালের পাশে দাঁড়াল জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ


স্কুলের ছুটির পর নির্যাতিতা শিশুর মা দেখেন, ভয়ে সিঁটিয়ে রয়েছেন মেয়ে। ওই শিশু জানায়, ক্লাসের মধ্যে শৌচালয়ে গিয়েছিল সে। সেখানে আগে থেকে হাজির ছিল ঝাড়ুদার রামজি প্রসাদ। শৌচালয়ে  মেয়েটির সঙ্গে অভব্য আচরণ করে রামজি। তখন বাবাকে ফোন করে ডাকেন মা। স্কুল কর্তৃপক্ষের কাছে গোটা বিষয়টি জানান অভিভাবকরা। খবর দেওয়া হয় পুলিসে। 


অভিযুক্ত রামজি প্রসাদকে গ্রেফতার করেছে পুলিস। অভিভাবকারা স্কুলের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয় বিজেপি বিধায়ক আশা সিনহা বলেন, ''অভিযুক্তকে টুকরো টুকরো কাটা উচিত।''