ওয়েব ডেস্ক: ভারত-পাক সম্পর্ক চিরকালই নরমে গরমে চলে। প্রতিবেশী এই দুই দেশের কূটনৈতিক উত্তাপ বহু সময়েই সীমা ছাড়িয়ে আন্তর্জাতীক মঞ্চে উঠে এসেছে। তৈরি হয়েছে চরম মতভেদ, উত্তাল বিতর্ক। কিন্তু এসব কিছু সত্ত্বেও এই একটা দিনে বারাবরই উভয় উভয়কে পারস্পরিক সম্মান জানিয়ে এসেছে। আর তা সম্ভব হয়েছে সেনার হাত ধরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ, ১৫ই অগাস্ট, অন্যান্য বছরের মতো আজও ওয়াঘা সীমান্তে বিএসএফ ও পাকিস্তানী রেঞ্জার্সদের মধ্যে মিষ্টি বিতরণ হয়। আর এই ছবিটা দেখলে কখনও কখনও আশ্বস্ত লাগে যে যাক অন্তত এই একটা দিনে গোলা বারুদের জায়গা নিতে পারে মন্ডা-মিঠাই। সত্যিই যদি এই কয়েকটা মূহুর্ত যা আজকের এই বিশেষ দিনটাতেই কেবল তৈরি হয়, সেটাই যদি চিরকালীন হত তাহলে 'সৌভাতৃত্ব' ফিরে আসত এই ভূখণ্ডে।