নিজস্ব প্রতিবেদন: শনিবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সভাপতির হতে চলেছেন রাহুল গান্ধী। যুবরাজ থেকে সভাপতির পদে অভিষেকের আগে সেজে উঠেছে দিল্লির কংগ্রেস সদর দফতর। ইতিমধ্যেই রীতিমত উত্সব শুরু হয়ে গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কংগ্রেসের সদর দফতরের বাইরে মিষ্টি খাওয়ানো হচ্ছে। বিতরণ করা হচ্ছে রাহুল গান্ধীর ছবি দেওয়া ব্যাজ ও চাবির রিং।




শনিবার কংগ্রেসের দফতরে গোটা দেশ থেকে নেতা-কর্মীরা হাজির হতে চলেছেন বলে খবর। রাহুলের এই সভাপতি পদে উত্তরণকে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনা নিয়েছে কংগ্রেস।


উল্লেখ্য, গতসপ্তাহেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। তবে আনুষ্ঠানিকভাবে শনিবারই গান্ধী-নেহরু পরিবারের ষষ্ঠ সদস্য হিসেবে দলের মাথায় বসবেন রাহুল। রাহুল নির্বাচিত হওয়ার পর টুইটারে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। তবে জনসভায় রাহুলকে 'ঔরঙ্গজেব' বলেও পরিবারতন্দ্রের পরম্পরাকে খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।


আরও পড়ুন- রাজ্যসভায় বিরোধীদের টেক্কা দিতে অমিত শক্তিতে বলীয়ান বিজেপি