নিজস্ব প্রতিবেদন : ৯৭.৮৫ কোটি টাকার জালিয়াতির অভিযোগে এবার নাম জড়াল পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমৃন্দর সিংয়ের জামাইয়ের। দেশে একাধিক ব্যাঙ্ক জালিয়াতির মাঝেই হদিশ মিলেছে উত্তরপ্রদেশের সিমবাওলি চিনি কলের ৯৭.৮৫ কোটি টাকার জালিয়াতির। সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার অমৃন্দর সিংয়ের জামাই গুরপাল সিং। ইতিমধ্যেই সংস্থার চেয়ারম্যান, সিইও-সহ ১২ জনকে এই মামলায় আটক করেছে সিবিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখনও পর্যন্ত সংস্থার ৮ শাখায় তল্লাশি চালিয়েছে সিবিআই। তদন্তে ৯৭.৮৫ কোটি টাকার জালিয়াতির পাশাপাশি সিমবাওলি চিনি কলের নামে ১১০ কোটি টাকার আরও একটি ব্যাঙ্ক ঋণেরও হদিশ পেয়েছে তদন্তকারী সংস্থাটি। ২০১৫ সালে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স থেকে এই ঋণ নেওয়া হয়েছে। ২০১৭ সাল পর্যন্ত সেই টাকার একাংশও না ফেরানোয় সংস্থার বিরুদ্ধে সিবিআই-এর কাছে অভিযোগ দায়ের করেছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। চলতি বছর ২২ ফেব্রুয়ারি এই মর্মে একটি মামলা রুজু করে সিবিআই।


আরও পড়ুন- প্রমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি হোয়াটসঅ্যাপে ছড়িয়ে শ্রীঘরে প্রেমিক


ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মেনে ৫,৭৬২ জন আখ চাষিকে আর্থিক সাহায্যের জন্য ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স থেকে ঋণ নেয় সিমবাওলি চিনি কল কর্তৃপক্ষ। ঋণটি ২৫ জানুয়ারি, ২০১২ থেকে ১৩ মার্চ ২০১২ মধ্যে দফায় দফায় নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১১ হাজার ৪০০ কোটি টাকার ঋণ নিয়ে দেশের বৃহত্তম ব্যাঙ্ক জালিয়াতিতে নাম জড়িয়েছেন মুম্বইয়ের হিরে ব্যবসায়ী নীরব মোদী। এই মামলার তদন্তে নেমে সিবিআই-এর হাতে উঠে আসছে একের পর এক ব্যাঙ্ক জালিয়াতির খবর। তারই মাঝে এবার সামনে উঠে এল সিমবাওলি চিনি কল দুর্নীতির কথাও। নীরব মোদীকাণ্ডের পর থেকে বিজেপিকে বিঁধতে মাঠে নেমে পড়েছে বিরোধী কংগ্রেস। কিন্তু এবার কংগ্রেস মুখ্যমন্ত্রীর জামাইয়ের নাম জড়িয়ে যাওয়ায় বেশ খানিকটা ব্যাকফুটে রাহুল গান্ধীর দল।