জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্পত্তি কর বকেয়া। জলের বিল বাকি। তাই নোটিস খেল তাজমহল! ৩৭০ বছরের ইতিহাসে প্রথমবার! শুনতে অবাক লাগছে? ভাবছেন গাঁজাখুরি গল্প? না। ১ কোটিরও বেশি পাওনা-গন্ডা নাকি 'বকেয়া' রয়েছে! যা মেটাতে বলা হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে। এএসআইয়ের সুপারিনটেনডেন্ট আর্কিওলজিস্ট রাজ কুমার পাটেল সেই নোটিস পাওয়ার কথা স্বীকারও করে নিয়েছেন। শুধু তাজমহল নয়, নোটিস পাঠানো হয়েছে আগরা ফোর্টকেও। যদিও হেরিটেজ কর্তৃপক্ষ বলছে, সবটাই ভুলবশত! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অষ্টম আশ্চর্যের একটি তাজমহল। প্রিয়তমা বেগম মুমতাজের স্মৃতিতে আগরায় যমুনা পাড়ে তাজমহল গড়েন সম্রাট শাহজাহান। মুঘল আমলের এই অসাধারণ স্থাপত্যকীর্তি ভারতের অন্যতম দর্শনীয় স্থান। এই অনন্য স্মৃতিসৌধের অমোঘ আকর্ষণে প্রতি বছর দেশ-বিদেশ থেকে ছুটে আসেন লাখ লাখ পর্যটকের দল। সেই তাজমহলের ৩৭০ বছরের ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা। সম্পত্তি কর বাকি, জলের কর বকেয়া, এই মর্মে নোটিস ধরানো হল তাজমহল ও আগরা ফোর্টকে। যোগী সরকারের বিভিন্ন দফতর বিভিন্ন ইস্যুতে বকেয়া বিল ধরিয়েছে এই দ্রষ্টব্য স্থানকে। 


রাজ কুমার পাটেল জানিয়েছেন, তাজমহলকে যে দুটি নোটিস ধরানো হয়েছে, তারমধ্যে শুধু জলের বিলেই রয়েছে ১২ খানা পয়েন্ট! সব মিলিয়ে যে বকেয়ার পরিমাণ ১ কোটিরও বেশি। অন্যদিকে আগরা ফোর্টের বকেয়া পরিমাণ আরও বেশি। সেখানে টাকার অংক শুনলে থ হয়ে যাবেন। ৫ কোটি টাকা! এদিকে আগরা ফোর্ট হচ্ছে ইউনেসকো হেরিটেজ সাইট। যদিও এএসআই মনে করছে, এই সবটাই কোনওকারণে ভুলবশত হয়েছে। যা কিনা খুব দ্রুত-ই শুধরে নেওয়া হবে। কারণ, কোনও স্মৃতিসৌধ কখনও করের আওতায় পড়ে না। সম্পত্তি কর বা বাড়ির কর কোনও স্মৃতিসৌধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। উত্তরপ্রদেশ সহ সব রাজ্যেই তার ছাড় রয়েছে। 


আরও পড়ুন, LPG cylinder in 500 rupees: মাত্র ৫০০ টাকাতেই এবার রান্নার গ্যাস, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!


New Covid-19 Wave: ফের ভয় ধরাচ্ছে কোভিড, দেশে ১০ লাখ মৃত্যুর আশঙ্কা!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)