ভারতের প্রথম হাই স্পিড ট্রেনের দ্বিতীয় সফরও সফল
দুরন্তের থেকেও দুরন্ত গতি। চোখের পলকেই হুশশশশশশশ! বুলেট ট্রেনের প্রথম ক্লাসে স্টার মার্ক ভারতীয় রেলের। স্পেনের ট্রেন `TALGO`, ভারতের ট্রেকে কু-ঝিঁক ঝিঁক গতিতে নয়, ছুটল জেট গতিতে, ঘণ্টায় ১৮০ কিলোমিটার। ৩৮ মিনিটেই অতিক্রম করল ৮৪ কিলোমিটার রাস্তা। দ্বিতীয়বারের পরীক্ষায় বুধবার `TALGO`-এর যাত্রা পথ ঠিক করা হয়েছিল মথুরা থেকে পালওয়াল স্টেশন। দূরত্ব ছিল ৮৪ কিলোমিটার। এই পথ যেতে সময় নিল মাত্র ৩৪ মিনিট।
ওয়েব ডেস্ক: দুরন্তের থেকেও দুরন্ত গতি। চোখের পলকেই হুশশশশশশশ! বুলেট ট্রেনের প্রথম ক্লাসে স্টার মার্ক ভারতীয় রেলের। স্পেনের ট্রেন 'TALGO', ভারতের ট্রেকে কু-ঝিঁক ঝিঁক গতিতে নয়, ছুটল জেট গতিতে, ঘণ্টায় ১৮০ কিলোমিটার। ৩৮ মিনিটেই অতিক্রম করল ৮৪ কিলোমিটার রাস্তা। দ্বিতীয়বারের পরীক্ষায় বুধবার 'TALGO'-এর যাত্রা পথ ঠিক করা হয়েছিল মথুরা থেকে পালওয়াল স্টেশন। দূরত্ব ছিল ৮৪ কিলোমিটার। এই পথ যেতে সময় নিল মাত্র ৩৪ মিনিট।
নর্থ-সেন্ট্রাল রেলওয়ে আগ্রা ডিভিশনের ম্যানেজার দিলিপ কুমার সিং জানিয়েছেন, "এটা আমাদের কাছে একটা বিরাট সাফল্য। আগামী দিনে ভারতীয় রেলে হাই স্পিড ট্রেন চলাচলের প্রাথমিক পদক্ষেপে এমন সাফল্য অনেকটা উন্নতির পথকে এগিয়ে নিয়ে যাবে"।