ওয়েব ডেস্ক : দলের ৫ বর্ষীয়ান নেতাকে সঙ্গে নিয়ে, রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওর সঙ্গে দেখা করতে রাজভবনে গেলেন তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার এ পালানিস্বামী। গতকালই রাজ্যপালের সঙ্গে দেখা করে, তাঁর কাছে সমর্থনকারী বিধায়কদের নামের তালিকা জমা দেন এডাপ্পাডি কে পালানিস্বামী। এরপরই আজ সকালে সরকার গঠনের জন্য AIADMK দলের পরিষদীয় নেতাদের ডেকে পাঠান রাজ্যপাল বিদ্যাসাগর রাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুপ্রিম কোর্টের সাজা ঘোষণার পরই দ্বিফলার প্রয়োগ করেন শশীকলা। প্রথমে নির্বাচিত জনপ্রতিনিধি তথা আম্মার আস্থাভাজন পন্নীরসেলভমকে দল থেকে বহিষ্কার করেন চিন্নাম্মা। দ্বিতীয় দলে নিজের আধিপত্য কায়েম রাখতে 'নিজের লোক' পালানিস্বামীকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেন।


আরও পড়ুন, অবশেষে আত্মসমর্পণ শশীকলার, পাঠনো হল বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা জেলে