নিজস্ব প্রতিবেদন: স্বস্তির নিঃশ্বাস ফেললেন তামিলনাড়ুর থেকে নিট-এ বসা পরীক্ষার্থীরা। এবার তামিলনাড়ু থেকে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন ২৪ হাজার পরীক্ষার্থী। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চের রায়ে ওইসব পরীক্ষার্থীরা এবার পাবেন বাড়তি নম্বর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিমানবন্দরে মহিলার গোপনাঙ্গ, জরায়ু থেকে উদ্ধার মাদক!


কেন এরকম রায়? এবছর নিট এর তামিল ভাষায় প্রশ্নপত্রে ছিল অসংখ্য ভুল। ফলে বহু পরীক্ষার্থী উত্তর করতে পারেননি। এনিয়ে মামলা হয় মাদ্রাজ হাইকোর্টে। আদালতের রায়ে পরীক্ষার্থীদের সিবিএসই-কে ১৯৬ নম্বর গ্রেস দিতে নির্দেশ দিয়েছে। ফলে নতুন করে প্রকাশ করতে হবে মেধা তালিকা। ততদিন কাউন্সেলিং বন্ধ থাকবে। এদিকে একদফা কাউন্সেলিং হয়েও গিয়েছে।


আরও পড়ুন-যাদবপুরে প্রবেশিকা কি ফিরছে? আজ ইসি-র বৈঠকে সিদ্ধান্ত


উল্লেখ্য, প্রশ্নপত্রে ভুল থাকার অভি‌যোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন সিপিএম বিধায়ক টি কে রঙ্গরাজন। নিট-এর তামিল ভাষার প্রশ্নপত্রে ৪৯টি প্রশ্ন ভুল ছিল বলে তিনি দাবি করেন। সেই অভি‌যোগের ভিত্তিতেই ওই রায় দিল আদালত।