ওয়েব ডেস্ক: স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করা নিয়ে চিদম্বরম ভুল স্বীকারের পরেই এবার মুখ খুললেন তসলিমা নাসরিন। ‘দ্বিখণ্ডিত’ নিষিদ্ধকরণ নিয়ে এবার টুইটে তত্কালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন তসলিমা। প্রায় ১২ বছর আগে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয় তসলিমার লেখা বই ‘দ্বিখণ্ডিত।’ সেই স্মৃতি উস্কে টুইটারে তসলিমার প্রশ্ন: ‘‘পি চিদম্বরম বলেছেন, ‘স্যাটানিক ভার্সেস’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভুল ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য কবে বলবেন আমার বই ‘দ্বিখণ্ডিত’ নিষিদ্ধ করাও ভুল ছিল?’’
শুধু সিপিএমই নয়, তসলিমার প্রশ্নে বিদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে মমতাকে তসলিমার পরামর্শ , ‘‘চিদম্বরমের কাছ থেকে শেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওঁর বলা উচিত, তসলিমার টিভি সিরিয়াল (দুঃসহবাস) নিষিদ্ধ করা ভুল হয়েছে। নিষেধাজ্ঞা তুলে ওঁর উচিত সিরিয়ালটি সম্প্রচার করতে দেওয়া।’’
অসহিষ্ণুতা নিয়ে যখন জাতীয় রাতজনীতি তোলপাড় , যখন মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার সুর চড়াচ্ছেন বিরোধীরা, তখন রুশদি-তসলিমার প্রসঙ্গটিকে বিচ্ছিন্ন করে দেখতে রাজি নন রাজনৈতিকমহল।  তাঁদের দাবি, বাধ্যবাধকতা থেকেই পুরনো ‘অসহিষ্ণুতা’ নিয়ে ভুল স্বীকার করেছেন চিদম্বরম।
তবে বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে এখন রাজ্য সরকার কী করে সেটাই দেখার।