ওয়েব ডেস্ক : সাইরাস মিস্ত্রির বিরুদ্ধে ধোঁকাবাজির অভিযোগ আনল টাটা গোষ্ঠী। টাটা সন্স-এর তরফে আজ এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, সাইরাস মিস্ত্রি চেয়ারম্যান থাকাকালীন টাটাগোষ্ঠীর ৪০টি সংস্থার ডিভিডেন্ড ক্রমাগত কমেছে। এমনকি টিসিএস-এর উন্নয়নেও কোনও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেননি সাইরাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ৫০০ ও ১০০০-এর নোট বদলে শনি ও রবিবার খোলা ব্যাঙ্ক


আজ টাটা সন্স-এর পক্ষে  ন'পাতার বিবৃতিতে বলা হয়েছে, টাটা গোষ্ঠীর ৪০টি সংস্থার ডিভিডেন্ড ২০১২-১৩ সালে ছিল  হাজার কোটি টাকা। সাইরাসের আমলে ২০১৫-১৬-তে তা নেমে আসে  ২৭৮০ কোটি টাকায়।


আরও পড়ুন- "টাটা গোষ্ঠীর ইতিহাসে রতন টাটাই সবচেয়ে দুর্নীতিগ্রস্থ চেয়ারম্যান" : সুব্রহ্মণ্যম স্বামী


বিবৃতিতে বলা হয়েছে, সাইরাস যখন দায়িত্ব নেন তখন সংস্থার পরিচালন ব্যবস্থায় কিছু রদবদলের সিদ্ধান্ত হয়েছিল। তার কোনওটাই কার্যকর করেননি সাইরাস। উল্টে টাটা গোষ্ঠীর একাধিক সংস্থায় এমন কাঠামো তৈরি করা হয়েছিল  তাতে  দাঁড়িয়ে যায় চেয়ারম্যানই সংস্থার ডিরেক্টর। এমনকি অন্যান্য প্রতিনিধিদের বাদ দিয়ে টাটা গোষ্ঠীর নিয়ন্ত্রণ সাইরাস  নিজের হাতে নিতে চেয়েছিলেন বলেও অভিযোগ করেছে টাটা সন্স।