ওয়েব ডেস্ক : বই লিখলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। বইয়ের নাম, 'যা ছিল আমার দেশ'। বইয়ের বেশ কিছু অংশ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, সাংবিধানিক পদে থেকে এমন কী লেখা যায়? তথাগত রায়ের জবাব, যে কোনও কিছু নিয়েই বিতর্ক তো হতেই পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশ ভাগের জের। লাগাতার হিংসা। উত্তপ্ত ওপার বাংলা। যন্ত্রণা নিয়ে অনেকেই মাতৃভূমি ছেড়ে এপারে চলে আসেন। এ দেশে তাঁদের পরিচয় হয় রিফিউজিদের। তবে দেশভাগের পরেও কাঁটাতার পেরনো অব্যাহত। এসবই উঠে এসেছে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ের বইয়ে।


এক সময়ের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি এখন ত্রিপুরার রাজ্যপাল। তিনি পেশায় ইঞ্জিনিয়ার, ইতিহাসবিদও নন। তবে কি এই বই বিজেপির অনুপ্রবেশ তত্ত্বকে শিলমোহরের উদ্দেশ্যেই? সাংবিধানিক পদে থেকে ত্রিপুরার রাজ্যপালের বই প্রকাশের পর কিন্তু প্রশ্নটা উঠেই যাচ্ছে।