করমুক্ত ২০ লক্ষের গ্র্যাচুইটি, আসছে বিল
`পেমেন্ট অব গ্র্যাচুইটি` সংশোধনী বিল পাস হতে চলেছে আসন্ন বাজেট অধিবেশনে।
নিজস্ব প্রতিবেদন: আসন্ন বাজেট অধিবেশনে সম্ভবত পাস হতে চলেছে 'পেমেন্ট অব গ্র্যাচুইটি' সংশোধনী বিল। এই বিল পাস হলে সংগঠিত ক্ষেত্রে করমুক্ত হবে ২০ লক্ষ টাকার গ্র্যাচুইটি।
বর্তমানে সংগঠিত ক্ষেত্রে ৫ বছর বা তার বেশি সময়ের কর্মরতদের ১০ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি, করের আওতায় পড়ে না। সূত্রের খবর, এবার সেটাই বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতোই সংগঠিত ক্ষেত্রের কর্মীদেরও করমুক্ত গ্র্যাচুইটির সীমা এবার বাড়াতে চাইছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীদের করমুক্ত গ্র্যাচুইটি বাড়িয়ে ২০ লক্ষ টাকা করেছে সপ্তম বেতন কমিশন। গত বছর ১৮ ডিসেম্বর এই সংক্রান্ত সংশোধনী বিল শীতকালীন অধিবেশনে পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী সন্তোষকুমার গাঙ্গওয়ার।
আরও পড়ুন- বিমানবন্দরে ৫৬ ইঞ্চি ছাতির আলিঙ্গনবদ্ধ নেতানিয়াহু
খনি, কারখানা, বন্দর, রেল, বেসরকারি কোম্পানি ও অন্যান্য সংগঠিত ক্ষেত্রের কর্মীদের সুবিধার্থে ১৯৭২ সালে 'পেমেন্ট অব গ্র্যাচুইটি' আইন আনা হয়েছিল। একটি সংস্থায় কোনও কর্মী কমপক্ষে ৫ বছর থাকলে এই আইন প্রযোজ্য হয়। তবে সংশ্লিষ্ট সংস্থায় কর্মী সংখ্যা কমপক্ষে ১০ বা তার বেশি হতে হবে।