ওয়েব ডেস্ক : ২০১৬-১৭ আর্থিক বর্ষের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের এটি দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। জেটলির এটি তৃতীয় বাজেট পেশ। আয়করের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত থাকলেও মধ্যবিত্তদের জন্য বেশকিছু স্বস্তি রয়েছে জেটলির তৃতীয় বাজেটে। বিভিন্ন ক্ষেত্রে করছাড়ের নিদান দিয়েছেন অর্থমন্ত্রী।  


  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    যাঁরা বাড়ি ভাড়া দিয়ে থাকেন, তাঁদের জন্য করছাড় ২৪০০০ টাকা থেকে বাড়িয়ে ৬০,০০০ টাকা করা হল।

  • ৩৫ লাখ টাকা পর্যন্ত গৃহঋণে করছাড় মিলবে ৫০,০০০ টাকা।

  • প্রথমবার ঋণ নিলে বাড়তি ছাড় ৫০,০০০ টাকা।

  • বার্ষিক ৫ লাখ টাকা পর্যন্ত আয়ে করছাড়ের পরিমাণ ২০০০ টাকা থেকে বেরিয়ে করা হয়েছে ৫০০০ টাকা। ৩০০০ টাকার অতিরিক্ত ছাড় পাচ্ছেন তাঁরা।