নিজস্ব প্রতিবেদন: বিক্ষোভ আন্দোলন সামাল দিতে তেলুগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নাইডুকে গৃহবন্দি করল জগনমোহন রেড্ডি সরকার। একইসঙ্গে গৃহবন্দি করা হল চন্দ্রবাবুর ছেলে নাড়া লোকেশ ও টিডিপির একাধিক নেতাকে। এনিয়ে উত্তপ্ত অন্ধ্রপ্রদেশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-হোয়াটস অ্যাপের মাধ্যমেই হত যোগাযোগ, নরেন্দ্রপুরে বেআইনি অস্ত্র কারবারের মাথাকে ধরে ফেলল পুলিস


কর্মীদের হুমকি ও ৮ কর্মীর খুনের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে বুধবার একটি বিক্ষোভ আন্দোলনের আয়োজন করে টিডিপি। সেই আন্দোলন সামাল দিতে আগেভাগেই পাইকারি গ্রেফতারের রাস্তা নিল জগন সরকার। গৃহবন্দি করা হয়েছে দেবীনেই অবিনাশ, কেশিনাই নানি ও ভূমা অখিলপ্রিয়াকে। ১৪৪ ধারা জারি করা হয়েছে নারাসারাওপেটা, সাত্তেনাপালে, পালান্ডু, গুরাজালায়।




আরও পড়ুন-ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে গাছে বেঁধে গণপিটুনি!


গ্রেফতার নিয়ে সংবাদমাধ্যমে চন্দ্রবাবু বলেন, গণতন্ত্রে আজ একটি কালো দিন। আজ সন্ধে ৮টা থেকে এর প্রতিবাদে অনশনে বসব।  



অন্ধ্রে ওয়াইএসআর কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই টিডিপি অভিযোগ করে আসছে, রাজ্যে টিডিপি সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে সরকারপক্ষ। এতে গত তিন মাসে মৃত্যু হয়েছে ৮ টিডিপি সমর্থকের।এদের অধিকাংশই গুন্টুরের। ওই হামলার জন্য টিডিপি দায়ি করছে রাজ্যের প্রাক্তন স্পিকার শিবপ্রসাদ রাওকে।