ওয়েব ডেস্ক : ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের সংবাদ শিরনামে অন্ধ্রপ্রদেশের TDP বিধায়ক কোডেলা শিবা প্রসাদ। তিনি এই মন্তব্য জাতীয় মহিলা পার্লামেন্টের অধিবেশনে করায় তার প্রভাব পড়েছে আরও বেশি বলে মনে করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- জোর ধাক্কা শশী শিবিরে, জোর বাড়ছে পন্নিরসেলভমের


কী সেই মন্তব্য?


অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে অধিবেশন চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে প্রসাদ বলেন, ''গাড়ি যেমন গ্যারাজে সুরক্ষিত, তেমনই ধর্ষণ এড়াতে মেয়েদের ঘরেই থাকা উচিত। বাইরে বেরলেই ইভটিজিং, ধর্ষণ, অপহরণের মত ভয় থাকে মেয়েদের সঙ্গে।''


তাঁর এহেন মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে ওই অধিবেশনে। যদিও, তিনি নিজে এত কিছুর পরও নির্লিপ্ত ছিলেন। উল্টে নিজের বক্তব্যকে আরও বিস্তারিত ভাবে বুঝিয়ে দেন সেখানে উপস্থিত সাংবাদিকদের।