নিজস্ব প্রতিবেদন: স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলনের অনুষ্ঠানে গিয়ে নিজের আবেগ সামলাতে পারলেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোরক্ষপুর মন্দিরের মহন্ত সংসার ত্যাগ করেছেন বহুকাল আগে। সন্ন্যাস জীবনে আবেগের ঠাঁই নেই। সেই যোগীর চোখেই জল এসে গেল।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোরক্ষপুরে 'এক দিয়া শহিদো কে নাম' অনুষ্ঠানে হাজির হয়েছিলেন যোগী আদিত্যনাথ। স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে আবেগ ধরে রাখতে পারেননি যোগী। তাঁর চোখ অশ্রুসজল হয়ে উঠেছে একাধিকবার। 



ওই অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের হাতে মিষ্টি, ফল ও বই তুলে দেন যোগী আদিত্যনাথ। বনটাঙ্গিয়া সম্প্রদায়ের উন্নয়নে সরকারি আধিকারিকদের নির্দেশও দেন তিনি। সাবেক বার্মা অর্থাত্ মায়ানমারের বনটাঙ্গিয়া সম্প্রদাভুক্ত লোকজনদের ভারতে এনেছিল ব্রিটিশরা। তাঁদের রেল ট্র্যাক নির্মাণের কাজে লাগানো হয়েছিল। সেই থেকে এখানেই রয়ে গিয়েছেন ওই সম্প্রদায়ের লোকজন।  


আরও পড়ুন, কেদারনাথ মন্দির সারাতে সাহায্য করতে চেয়েছিলেন মোদী, স্বীকার করলেন বহুগুণা