নিজস্ব প্রতিবেদন: উন্নাওয়ের নির্যাতিতার দেহ ময়না তদন্ত হওয়ার পর তার পরিবারের হাতে তা আজই দেহ তুলে দেওয়া হয়েছে।  এবার মধ্যেই ফের ধর্ষণের খবর এল উত্তরপ্রদেশ থেকে।  এবার বুলন্দশহরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অভিযুক্তদের দেহ সংরক্ষণ ও ময়নাতদন্ত ভিডিয়োগ্রাফি করার নির্দেশ তেলেঙ্গানা হাইকোর্টের


ঘটনাটি গত ৩ ডিসেম্বরের। পুলিস জানিয়েছে, বছর চৌদ্দোর এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করেছে তারই পরিচিত ৪ অপ্রাপ্তবয়স্ক।  শুধু তাই নয়, অভিযুক্তদের মধ্যে একজন গোটা ঘটনাটির ভিডিয়ো তোলে মোবাইল ফোনে এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হয়।


বুলন্দশহরের এসএসপি সন্তোষ কুমার সিং সংবাদসংস্থাকে জানিয়েছেন, দু’ঘণ্টার মধ্যেই পুলিস ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এনিয়ে তদন্ত চলছে।  



আরও পড়ুন-ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ, পথ দুর্ঘটনায় মত্যু শিলিগুড়ির বিজেপি জেলা সভাপতির


উল্লেখ্য, দিল্লির সফদরজং হাসপাতালে শেষপর্যন্ত মৃত্যু হয়েছে উন্নাওয়ের নির্যাতিতার। গত বৃহস্পতিবার তাঁর গায়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তার গ্রামের ৫ অভিযুক্ত।  এদিন আদালত যাওয়ার পর থেকে ঘিরে ধরে ওই ভয়ঙ্কর ঘটনা ঘটায় অভিযুক্তরা।  দেহের ৯০ শতাংশ পুড়ে যায় ওই তরুণীর। লখনউ থেকে তাঁর দেহ বিমানে দিল্লিতে আনা হয়। তাতেও শেষরক্ষা হল না।