ওয়েব ডেস্ক : এর আগেও সে ১০০টার উপরে বিষাক্ত সাপ উদ্ধার করেছে। এবারও সে-ই উদ্ধার করেছিল এই কোবরাটি। কিন্তু তাকে চুমু খেতেই গিয়েই যত বিপত্তি বাঁধল। এবার আর শেষরক্ষে হল না। কোবরার ছোবলে প্রাণ হারাল ওই কিশোর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নভি মুম্বইয়ের সোমনাথ মাত্রে। উদ্ধারের পর কোবরার মাথায় চুমু খেয়ে তার সঙ্গে ছবি তুলতে গিয়েছিল সোমনাথ। সোজা সোমনাথের গায়ে ছোবল বসায় কোবরাটি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সোমনাথ। এর আগেও সে উদ্ধার হওয়া বিভিন্ন সাপের সঙ্গে এই পোজে ছবি তুলেছে। গত ১২ বছরে সাপের মাথায় চুমু খেয়ে ছবি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৩০ জন। সোমনাথ ৩১ তম। এই নিয়ে রীতিমত সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে প্রশাসন। বারণ করা হচ্ছে, এধরনের স্টান্ট না করতে। কোবরার মাথায় চুমু খেয়ে ছবি তুলতে গেলে, সোমনাথের বুকে ছোবল বসায় সাপটি।


আরও পড়ুন, কৈলাস সত্যার্থীর নোবেল রেপ্লিকা চুরির রহস্যভেদ দিল্লি পুলিসের


আরও পড়ুন, কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই, শহিদ ৩ সেনা জনওয়ান, নিকেশ ৪ জঙ্গি