নিজস্ব প্রতিবেদন: বিহারে পাঁচ বছর পর আয়োজিত হতে চলেছে রাষ্ট্রীয় জনতা দলের ইফতার পার্টি। এই পার্টির প্রস্তুতি চলছে পুরোদমে। জানা গেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার RJD-এর ইফতার পার্টিতে যোগ দেবেন। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের ছেলে এবং বিহারের বিরোধী দলের নেতা তেজস্বী যাদব নীতীশ কুমারকে আমন্ত্রণ পাঠিয়েছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তেজস্বী যাদবের আমন্ত্রণ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার সন্ধ্যায় পাটনায় রাবড়ির বাড়িতে RJD-এর দাওয়াত-এ-ইফতারের আয়োজন হতে চলেছে। পাঁচ বছর পর আরজেডি আয়োজিত ইফতার পার্টির আমন্ত্রণ পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী সহ বহু দলের নেতাদের কাছে। দাওয়াত-এ-ইফতার শুরু হবে সন্ধ্যা ৬.১৭ মিনিটে।


 



আরজেডি-র ইফতার পার্টির আমন্ত্রণ পাঠানো হয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। শাহকে আমন্ত্রণ পাঠিয়েছেন তেজ প্রতাপ যাদব। তেজ প্রতাপ যাদব বৃহস্পতিবার শাহকে আমন্ত্রণ পাঠানোর বিষয় টুইট করেন। 


আরও পড়ুন: Rohini Court Firing: কোর্ট চত্বরে হাতাহাতি; চলল গুলি 


তেজ টুইট করেছেন, 'পাটলিপুত্রের পবিত্র ভূমিতে ১০ সার্কুলার রোডে রমজানের শুভ উপলক্ষ্যে আয়োজিত ভোজে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিকভাবে স্বাগত জানাই।'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)