নিজস্ব প্রতিবেদন: রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছল দ্বিতীয় ধাপের ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন। দু-দিন আগে অল্প সংখ্যক স্পুটনিক টিকা এসে পৌঁছেছে ভারতে। আগামী সপ্তাহ থেকেই যে ভ্যাকসিন বাণিজ্যিকভাবে বাজারজাত করে টিকাকরণ শুরু করা হবে বলেই প্রত্যাশা নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভিকে পলের।  জানা গিয়েছে, জুলাই থেকে ভারতেই শুরু হবে ‘স্পুটনিক ভি’-র উৎপাদন। প্রায় ১৬ কোটির বেশি স্পুটনিক ভি ভারতে তৈরি হতে চলেছে। এই পরিস্থিতিতে দেশে চলতে থাকা ভ্যাকসিন ভোগান্তি মিটবে বলেই মনে করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার হায়দরাবাদে এসে পৌঁছয় ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন। বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলনে নীতি আয়োগের সদস্য ভিকে পল (স্বাস্থ্য) জানিয়েছিলেন, 'ভারতে এসে পৌঁছছে স্পুটনিক ভ্যাকসিন। আগামী সপ্তাহ থেকেই যা বাজারজাত করা যাবে।' 


 



এছাড়াও মর্ডানা, ফাইজার, জনসন অ্যান্ড জনসনের মতো আরও অনেক টিকা চলতি বছরেই ভারতে এসে পৌঁছবে। এফডিএ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) অনুমোদন রয়েছে এরকম যে কোনও ভ্যাকসিনকেই অনুমোদনে ছাড়পত্র দেওয়া হয়েছে।