ওয়েব ডেস্ক: কোনও এক বিখ্যাত মানুষ বলে গিয়েছেন, 'কুকুরই মানুষের সবথেকে বড় বন্ধু।' মানুষের সঙ্গে কুকুরের সেই সম্পর্ককে স্বীকার করে স্বীকৃতি দিয়ে কর্নাটকে কুকুরকে দেবতা রূপে পুজো করা হয়। শুধু তাই নয়, রয়েছে কুকুরের মন্দিরও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কর্নাটকের রামগড় জেলার চেন্নাপটনা তালুক এলাকায় কুকুরের মন্দির রয়েছে। শুনতে যতই আশ্চর্য লাগুক না কেন, এটাই সত্যি। এই মন্দিরের দেবতা দুটি কুকুর। এখানকার মানুষ বিশ্বাস করেন যে, সবার আগে মানুষের পোষ মেনেছিল কুকুর। আর এই গ্রামে কুকুরকে দেবতারূপে পুজো করা হয় বলেই, এই গ্রামে কখনও কোনও খারাপ হয়নি। যদিও আমাদের দেশে কুকুরের প্রতি মানুষের আচরন একেবারেই ঠিক নয়। তাদেরকে অতি নিকৃষ্টতম জীব হিসেবে দেখা হয়। কিন্তু এই গ্রামের মানুষ কুকুররে দেবতা হিসেবে মনে করেন।


হিন্দু ধর্মে জীব-জন্তুকে পুজো করার প্রচলন এই প্রথমবার নয়। এর আগেও এমন নজির দেখা গিয়েছে।