বছরের প্রথম দিনেও পুঞ্চে চলল গোলাগুলি
বছরের প্রথম দিনেও সেই গোলা বারুদের শব্দ গন্ধ। সীমান্ত এলাকায় আজ পাকিস্তানের সৌজন্যে অস্ত্র হাতে ওঠাতে বাধ্য হল ভারতীয় সেনাও। সকাল সাড়ে ন`টা নাগাদ জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় কোনও রকম উস্কানি ছাড়াই হঠাত্ করে পাক মুলুক থেকে ধেয়ে আসতে শুরু করল গোলা গুলি। ফলে `যোগ্য জবাব` দিতে হল ভারতীয় সেনাকেও। আর এভাবেই বছরের প্রথম সকালেও উপত্যকার নিয়ন্ত্রণরেখা সাক্ষী রইল আতঙ্কের।
ওয়েব ডেস্ক: বছরের প্রথম দিনেও সেই গোলা বারুদের শব্দ গন্ধ। সীমান্ত এলাকায় আজ পাকিস্তানের সৌজন্যে অস্ত্র হাতে ওঠাতে বাধ্য হল ভারতীয় সেনাও। সকাল সাড়ে ন'টা নাগাদ জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় কোনও রকম উস্কানি ছাড়াই হঠাত্ করে পাক মুলুক থেকে ধেয়ে আসতে শুরু করল গোলা গুলি। ফলে 'যোগ্য জবাব' দিতে হল ভারতীয় সেনাকেও। আর এভাবেই বছরের প্রথম সকালেও উপত্যকার নিয়ন্ত্রণরেখা সাক্ষী রইল আতঙ্কের।
আরও পড়ুন- পুরনো নোট বদলে বাড়ল সময়সীমা!
প্রসঙ্গত, আজই আবার হ্যাক হয়েছে ভারতীয় ন্যাশানাল সিকিউরিটি গার্ডের ওয়েবসাইট। হ্যাকার গোষ্ঠী নিজেদের 'অ্যালোন ইঞ্জেক্টর' হিসাবে পরিচয় দিয়েছে। বেশ কিছু আপত্তিজনক ছবি আপলোড করে দেওয়া হয়েছে ওয়েবসাইটের হোমপেজে।