দিল্লি: দিওয়ালির রাতে দুই গোষ্ঠীর দ্বন্ধে উত্তাল হয়ে উঠল পশ্চিম দিল্লির ত্রিলোকপুরি অঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই অঞ্চলে বিশাল পুলিস বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনটে গিয়ে উন্মত্ত জনতার সঙ্গে পুলিসের সংঘর্ষ বেঁধে যায়। দাঙ্গারত ব্যক্তিদের ছোড়া পাথরের আঘাতে ১৩ জন পুলিস কর্মী সহ আহত হয়েছেন ৩৫ জন। দাঙ্গারত গুণ্ডারা বহু গাড়ি ভাঙচুর করেছে।


পুলিস এই ঘটনায় দাঙ্গা হাঙ্গামার মামলা দায়ের করেছে। এখনও পর্যন্ত ২৩জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের খুঁজটে চিরুনি তল্লাসি চালাচ্ছে পুলিস।


দিওয়ালির রাতে ভিন্ন গোষ্টীর কিছু ব্যক্তি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই সময় পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও গতকাল রাতে আরও বড় আকারের সংঘর্ষ শুরু হয়। দুই ব্যক্তি গুলিতে জখম হয়েছে বলেও জানা গেছে। সমগ্র পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিসকে কাঁদানে গ্যাস ছুড়তে হয়।
 
আজ ফের পুলিসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে বলে জানা গেছে।