ওয়েব ডেস্ক : জঙ্গি গোষ্ঠীর বড় ধরনের মডিউল ফাঁস করল পুলিস। কাশ্মীরের চেনাব উপত্যকায় লস্কর-ই-তৈবার এই মডিউল ফাঁস করল তারা। এই মডিউলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতারও করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নওসেরায় পাক সেনার ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন, মৃত ২


গোষ্ঠীটি ডোডা ও কিস্তয়ার সেক্টরে জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছিল বলে দাবি পুলিসের। চলতি মাসে ডোডা এলাকায় পুলিশ চৌকিতে জঙ্গি হামলায় মত্যু হয় এক পুলিস আধিকারিকের। আহত হন আরও ১জন। সেই ঘটনার তদন্তে নেমেই মেলে এই সূত্র।  


বর্তমানে কাশ্মীরে পরিস্থিতি উত্তপ্ত। আর সেই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ১০০-র বেশি জঙ্গি সেখানে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিস। তাদের নিকেশ করার কাজ চলছে। যেই এলাকায় স্থানীয় যুবকরা সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে, সেখানে শুরু হয়েছে তল্লাসি অভিযান।