ওয়েব ডেস্ক: সন্ত্রাসে ফের রক্তাক্ত হল কাশ্মীর। শ্রীনগরের দুটি থানায় হামলা চালাল জঙ্গিরা। মারা গেলেন তিন পুলিসকর্মী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুলির শব্দ। রাস্তায় রক্তের দাগ। ১৯৮৯ সাল থেকে কাশ্মীরের এটাই ট্রেডমার্ক। শ্রীনগরে ফিরল সন্ত্রাস। প্রথমে জাদিবাল এলাকায়। থানার সামনে এলোপাথারি গুলিতে দুই উর্দিধারী, গুলাম মহম্মদ ও নাজির আহমেদকে হত্যা করল জঙ্গিরা।


দ্বিতীয় হামলা তেঙ্গপুরায়। প্রাণ হারালেন কনস্টেবল মহম্মদ সাদিক। গুলি করে পালানোর সময় মহম্মদ সাদিকের সার্ভিস রাইফেলও ছিনিয়ে নিয়ে গেছে জঙ্গিরা। প্রায় ৩ বছর পরে জঙ্গি হামলা শ্রীনগরে। প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। ২০১৩ সালের জুন মাসে শেষবার জঙ্গি হামলা হয়েছিল শ্রীনগরে।