জম্মু ও কাশ্মীরের উরিতে সেনা-জঙ্গি লড়াই, নিকেশ এক জঙ্গি
ওয়েব ডেস্ক : জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে ফের নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ জঙ্গিদের। সংঘর্ষে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক জঙ্গির। আরও দুই থেকে তিনজন জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- আহত ব্যক্তিকে পিঠে নিয়েই হাসপাতালে দৌড় বিধায়কের!
সেনা সূত্রে খবর, শনিবার রাতে কয়েকজন জঙ্গিকে ভারত-পাক সীমান্তের উরি সেক্টরের কালঘাইয়ের জঙ্গলে দেখতে পাওয়া যায়। তাদের সেখানে দাঁড়াতে বলার সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীদের ওপর হামলা করে জঙ্গিরা। এরপরই শুরু হয় গুলির লড়াই। অবশেষে রবিবার সকালে গুলিতে প্রাণ হারায় এক জঙ্গি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও গুলির লড়াই চলছে সেখানে। গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে।