নিজস্ব প্রতিবেদন: শনিবার কাশ্মীরের কুলগামে গুলির লড়াইয়ে মৃত্যু হল এক জঙ্গির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সকাল থেকেই দক্ষিণ কাশ্মীরের কুলগামের আরা এলাকায় তাল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী।  জঙ্গিদের আস্তানার কাছে পৌঁছাতেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও।


আরও পড়ুন-গল্পস্বল্প: "দাদা ভরসা রেখেছিল বলেই হরভজন হয়েছি! তা না-হলে



কাশ্মীরের পুলিসের তরফে জানানো হয়েছে, ওই গুলির লড়াইয়ে নিহত হয়েছে এক জঙ্গি। তবে সে কোন দলের তা এখনও জানা যায়নি।


অন্যদিকে, শনিবার রজৌরির একটি জায়গা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। দরদাসন এলাকার থানামুন্ডি গ্রামের এক আস্তানা থেকে ওইসব অস্ত্র উদ্ধার করে রাষ্ট্রীয় রাইফেলস ও কাশ্মীর পুলিসের যৌথ বাহিনী।


আরও পড়ুন-করোনা থেকে বাঁচতে সোনার মাস্ক! পুনের শঙ্করের কাণ্ড দেখে তাজ্জব এলাকার মানুষজন


ওইসব অস্ত্রের মধ্যে রয়েছে আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার, গ্রেনেড, একে ৪৭ রাফেলের ম্যাগাজিন, ডিটোনেটর, আইইডি তৈরির সরঞ্জাম-সহ প্রচুর গুলি।