জম্মু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু সফরের ঠিক আগে মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পামপোর জেলায় জঙ্গি আক্রমণে আহত হলেন সাত বিএসএফ জওয়ান। মঙ্গলবার ভোররাতে শ্রীনগর থেকে ১৪কিমি দূরে পামপোর শহরে বিএসএফ-এর কনভয় পৌঁছলে তাদের উপর আচমকাই গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। আহত জঙ্গিদের বাদামি বাঘ ক্যান্টনমেন্ট সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনা ওই অঞ্চলে জঙ্গিদের খুঁজে বার করতে তল্লাসি শুরু করেছে।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্গিল ও সিয়াচেনে সফরের ঘণ্টা খানেক আগেই এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।


গত কয়েকদিন ধরে জম্মুর ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত বরাবর বেশ কয়েকবার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। যদিও পাকিস্তান ভারতের উপর পাল্টা অভিযোগ এনেছে।


লাদাখের বরফের মরুভূমিতে এই প্রথমবার যাচ্ছেন মোদী। যদিও প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর দ্বিতীয় জম্মু-কাশ্মীর সফর।


আজ কার্গিলের ছুটাক জলবিদ্যুৎ প্রকল্প লেহ-এর নিম্মু বাজগো প্রকল্পের উদ্বোধন করবেন মোদী।