নিজস্ব প্রতিবেদন: দেশে করোনা পরিস্থিতি মোটে ভালো নয়। তাই টিকাকরণ ব্যবস্থার উপর জোর দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। যত দ্রুত সম্ভব টিকাকরণ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চায় কেন্দ্র। তাই এবার বেসকারি অফিসেও ভ্যাকসিন কর্মসুচি শুরু করার কথা জানাল কেন্দ্র। যে সমস্ত অফিসে ১০০-র বেশি কর্মী কাজ করে, সেখানে অতি অবশ্যই ভ্যাকসিন সেন্টার তৈরির নির্দেশ দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রক।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেশি সংখ্যক মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার ক্ষেত্রে অফিসে ভ্যাকসিন সেন্টার গড়ে তোলার জন্য দায়ভার থাকবে জেলা শাসকের হাতে। শহরে মিউনিসিপালিটির অধিকারিক বেসরকারি অফিসে ভ্যাকসিন সেন্টার তৈরি ও তাঁর দেখভালের দায়িত্বে থাকবেন। 


অফিসে নির্দিষ্ট একটি কক্ষ তৈরি করতে হবে। যেখানে জেলা শাসকের ও মিউনিসিপালিটির আধিকারিকের তত্বাবধানে থাকবেন স্বাস্থ্যকর্মী ও ডাক্তার। সুতরাং, বোঝাই যাচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের সীমা  থেকে টিকাকরণ প্রক্রিয়া বেরিয়ে এখন অফিসেও শুরু হতে চলেছে। তবে এর অধীনে শুধুমাত্র বেসরকারি অফিস নয়, সরকারি ক্ষেত্রেও টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে।