নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত হল CBSE দ্বাদশের রেজাল্ট। পাশের হার ৯৯.৩৭ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৯৯.৬৭ শতাংশ। ছাত্রদের পাশের হার, ৯৯.১৩ শতাংশ। অতিমারির কারণে এবার পরীক্ষা বাতিল হয়ে যায়। তাই নেই কোনও মেধা তালিকা বা মেরিট লিস্ট। Cbseresults.nic.in এবং cbse.nic.in ওয়েবসাইটে লগ ইন করে দেখা যাবে রেজাল্ট।



গত বছর পাশের হার ছিল ৮৮.৭৮ শতাংশ। ২০১৯-এর তুলনায় ৫.৩৮ শতাংশ বেড়েছিল পাশের হার। ২০২০-তে মেয়েদের পাশের হার ছিল ৯২.১৫ শতাংশ এবং ছেলেদের পাশের হার ছিল ৮৬.১৯ শতাংশ। ছেলেদের তুলনায় ৫.৯৬ শতাংশ বেশই ছেলে পাশ করেছিলেন।