নিজস্ব প্রতিবেদন: ১৪ ডিজিটে জমির আইডেন্টিফিকেশনের পরিকল্পনায় কেন্দ্র। চলতি বছরের মধ্যে সমস্ত জমি ও প্লটের থাকবে নিজস্ব আইডি। জমির সমস্ত তথ্য একজায়গায় নথিভুক্ত করতেই মূলত এইই সিদ্ধানন্তের পথে হাঁটতে চলেছে বিজেপি সরকার। এতে কোন জমির সঙ্গে ব্যাঙ্কের লিঙ্ক আছে, কোন জমির কোর্ট পত্র আছে তা প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত সপ্তাহে সাংসদে জমা পড়েছে এই পরিকল্পনার কথা। এটিকে Digital India Land Records Modernisation Programme-র আওতায় রাখা হবে। এই প্রস্তাব অবশ্য ২০০৮ সালে একবার করা হয়। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। 


ভারতের ১০ রাজ্যে  The Inique Land Parcel Indentification Number স্কিম চালু রয়েছে। এটাই দেশ জুড়ে চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। যাকে বলা হচ্ছে জমির আধার নম্বর। মূলত, জমি নিয়ে জালিয়াতি ও কারচুপি রুখতেই এই পরিকল্পনার কথা বলা হয়েছে। 


ওড়িশা গত বুধবার   The Inique Land Parcel Indentification Number চালু করেছে। জমি রেকর্ড  রাখার জন্য খুব কম মানের খরচ নেওয়া হবে। যা সরকারের পুঁজি খানিক বাড়াতে সাহায্য করবে বলেও মনে করছে ওয়াকিবহালমহল।