নিজস্ব প্রতিবেদন: ইউরোপ (Europe), চিন (China) এবং অন্যান্য দেশে কোভিড -১৯ সংক্রমণ বৃদ্ধির মধ্যেই, মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী (Maharashtra Health Minister) রাজেশ টোপে (Rajesh Tope) বুধবার জোর দিয়ে বলেন যে মানুষের সতর্ক হওয়া প্রয়োজন। তিনি বলেন যে COVID-এর বিরুদ্ধে মানুষের উপযুক্ত আচরণ করা উচিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি বলেন, ইউরোপ, চিন এবং অন্যান্য দেশে কোভিডের ঘটনা বেড়ে যাওয়ায় সকলকে সতর্ক থাকতে হবে। এখন পর্যন্ত তৃতীয় ঢেউয়ের প্রভাব দেখা গেছে এবং আমরা মাস্ক সরানোর কথা ভাবা ঠিক নয়। তিনি আরও বলেন যে অবস্থার কোনও পরিবর্তন হলে, উপযুক্ত পরিবর্তন করবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।


মন্ত্রী জানিয়েছেন যে রাজ্য সরকারের গঠন করা টাস্কফোর্সের পরামর্শগুলি সরকার বিবেচনা করবে।


আরও পড়ুন: Bengaluru: বেঙ্গালুরুতে বাঙালি নার্সকে 'গণধর্ষণ', গ্রেফতার ৪ সাতারু


তিনি বলেন যে, টাস্কফোর্স এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান সারা বিশ্বের পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং তারা বর্তমান পরিস্থিতির সম্পর্কে পরামর্শ দিচ্ছেন।


এরই মাঝে গুড়ি পাড়োয়ার (Gudi Padwa) মিছিল করার দাবি করেছে বিজেপি। এই বিষয়ে মন্ত্রী বলেছেন যে টাস্ক ফোর্সের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার পরে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।


স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের জন্য স্কুল খুলে দেওয়া হয়েছে এবং সেই কারনে শিশুদের টিকা দেওয়ার বিষয়ে অভিভাবকদের সচেতন করা হচ্ছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)