নিজস্ব প্রতিবেদন-  আফগানিস্তানে পরিস্থিতি অনিশ্চিত।  অনির্দিষ্টকালের জন্য যাবতীয় অফলাইন পরিষেবা বন্ধ করল ভারতীয় দূতাবাস। সূত্রের খবর, সোমবার দুপুর ২টোয় কাবুলে ভারতীয় দূতাবাসের দরজা বন্ধ করা হয়। আপাতত বাইরের কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে অনলাইনে ভিসা সহ যাবতীয় পরিষেবা চলছে। আগামী বেশ কিছুদিন এভাবেই কাজ চলবে। আফগান নাগরিকরা ভারতে আসতে চাইলে ওয়েবসাইটের মাধ্যমেই ভিসার আবেদন করতে হবে। তবে দূতাবাস বন্ধ করা নিয়ে এখনও মন্তব্য করেনি বিদেশমন্ত্রক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Abdul Ghani Baradar: সারা বিশ্বে সাড়া ফেলে দেওয়া কে এই বেরাদর?


বিদেশ মন্ত্রকের তরফে এমন ইঙ্গিত যদিও আগেই  দেওয়া হয়েছিল। সোমবার রাতে কাবুলের ভারতীয় দূতাবাসটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বলেই স্থানীয় সূত্রের খবর। যদিও সরকারি তরফে এ বিষয়ে কোনও স্পষ্ট ঘোষণা হয়নি। সূত্রের খবর, ওই দূতাবাসে কর্মরত সমস্ত ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আপাতত, সেখানে কাজ করবেন শুধু আফগান কর্মীরা। সোমবার রাতে কাবুলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে গিয়েছে ভারতীয় বায়ুসেনার বৃহত্তম এয়ারলিফ্টার, ৩-১৭ গ্লোবমাস্টার। তাতেই  কাবুলে ভারতীয় দূতাবাসের কর্মীদের ফিরিয়ে আনা হতে পারে বলে জানা গেছে।