ওয়েব ডেস্ক: খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমান ওড়াবেন মহিলারা। সম্প্রতি এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর। প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র সিতাংশু কর জানিয়েছেন, এবার থেকে মহিলারাও চালাতে পারবেন যুদ্ধ বিমান। ট্রেনিংরত ব্যাচের মধ্যে থেকেই নির্বাচিত হবেন যুদ্ধ বিমানের চালক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৮৩তম এয়ার ফোর্স ডে পালনের দিন বিমান বাহিনী প্রধান মার্শাল অরূপ লাহা জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি মেয়েদের যুদ্ধ বিমান ওড়াতে দেখা যাবে। ট্রেনিংরত মহিলা ব্যাচের থেকে ২০১৬-র জুন মাসে প্রথম যাঁরা নির্বাচিত হবেন তাঁদের এক বছর ধরে আবারও ট্রেনিং দেওয়া হবে। তারপর তাঁরা চালাতে পারবেন যুদ্ধ বিমানটি। বিমান বাহিনীতে এখন কর্মরত রয়েছেন প্রায় দেড় হাজার জন মহিলা। যার মধ্যে ৯৪ জন বিমান চালক এবং ১৪ জন নৌচালক।


২০১০ সালে দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মহিলাদের সেনা বাহিনী এবং বিমান বাহিনীতে যোগদানের অনুমতি দেওয়া হয়েছিল।